Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেতা শহীদুজ্জামান সেলিমের জন্মদিন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আজ মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিমের জন্মদিন। আজ তিনি ষাট বছরে পা রাখলেন। সেলিম জানান, তার জন্ম ১৯৬১ সালের ৫ জানুয়ারি। তিনি বলেন ,‘জন্মদিন এলে স্বাভাবিকভাবেই বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। মনে পড়ে, ছোটবেলায় জন্মদিনে বাবা-মা ঘর থেকে বের হতে দিতেন না। জন্মদিনে এখন ফেসবুকে শুভেচ্ছা বার্তা বেশি পাই। আবার চ্যানেলও যাওয়া হতো বিশেষ এই দিনে। কিন্তু এবার আর কোন ইচ্ছে নেই। করোনার কারণে জন্মদিনে বাইরে বের হওারও ইচ্ছা নেই। তাই বিশেষ এই দিনে ঘরে বসেই সময় কাটাবো। পারিবারিকভাবেই দিনটি উদযাপিত হবে।’ এদিকে প্রায় এক বছর পর আবারো নাটক নির্মাণ করেছেন সেলিম। নাটকের ‘নাম পরবাসী মেঘ’। নাটকটি রচনা করেছেন মনসুরুর রহমান চঞ্চল। চ্যানেল আইতে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে। এতে শহীদুজ্জামান সেলিম নিজেও অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আশনা হাবিব ভাবনা। শহীদুজ্জামান সেলিম জানান, পরবাসী মেঘ’ প্রেমের গল্পের নাটক। গত বছর একুশে ফেব্রুয়ারিতে তিনি ‘রাত জাগানিয়া’ নাটক নির্মাণ করেছিলেন। এটি চ্যানেল আইতে প্রচার হয়েছিলো। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র গুনী এই অভিনেতা, নির্দেশক মঞ্চে বর্তমানে একটি নাটক নির্দেশনা দিচ্ছেন। নাটকের নাম ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। নাটকটি রচনা করেছেন আনন জামান। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শহীদুজ্জামান সেলিমকে শুভেচ্ছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদুজ্জামান-সেলিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ