Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রিমলি’ ধারাবাহিকে টুম্পা পাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নতুন বছরের শুরুতেই যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন বাংলা ধারাবাহিক ‘রিমলি’। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন টুম্পা পাল। টুম্পা এই ধারাবাহিকে এক সৎ আর দয়ালু গ্রামীণ তরুণীর ভূমিকায় অভিনয় করবেন। রিমলি গ্রামের সবার মঙ্গল চায় আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সে পিছপা হয় না। টুম্পা ভারতীয় বাংলা টেলিভিশনের পর্ডিচত মুখ হলেও এই প্রথম তিনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এর আগে তিনি রাজ চক্রবর্তী প্রযোজিত ‘কপালকুন্ডলা’ সিরিয়ালে খল ভূমিকায় অভিনয় করেছেন; এতে প্রধান ভূমিকায় ছিলেন সৌমি চ্যাটার্জি এবং শৌনক রায় । এছাড়া তিনি শ্রীমা ভট্টাচার্য এবং অর্কজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে ফ্যান্টাসি-ড্রামা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘রিমলি’র প্রধান পুরুষ অভিনেতার নাম এখনও ঘোষণা করা হয়নি। ‘রিমলি’ ছাড়াও নতুন বছরে আরও কয়েকটি ধারাবাহিকের প্রিমিয়ার হবে। এর মধ্যে রয়েছে- লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল চ্যাটার্জী প্রযোজিত ‘দেশের মাটি’; এর প্রচার শুরু হয়েছে ৪ জানুয়ারি; পারিবারিক মূল্যবোধ নিয়ে এর কাহিনী। একই দিন শুরু হয়েছে ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায়কে নিয়ে; এটি একটি যৌথ পরিবারের গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুম্পা-পাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ