Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও জঙ্গি দমনে আলোচনা সভা

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা
সন্ত্রাস, জঙ্গি, নাশকতা ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বানে গত বুধবার উজিরপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল জেলার সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান বরিশাল জেলার পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান। এরপর উজিরপুর বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ শেষ করে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে মুসল্লিদের উদ্দেশ তিনি বলেন, দেশে একদল বিপথগামী নামধারী মুসলমান ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নামে কখনো আল-কায়দা, জেএমবি, হরকাতুল জিহাদ, আনছারুল্লা বাংলা টিম, নিউ জেএমবি এভাবে ২১টি জঙ্গি সংগঠন অস্থিতিশীল করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকা- চালিয়ে মানুষ মারছে। তিনি বলেন, পত্রিকা ও টেলিভিশনে আমরা দেখতে পাই ইসলাম প্রতিষ্ঠার নামে বিশ্বের যে দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে সেই দেশের কি ভয়াবহ পরিণতি। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। গত বুধবার মসজিদভিত্তিক সন্ত্রাস ও জঙ্গি দমনের আলোচনা সভায় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, পৌর কমিশনার নজরুল ইসলাম তালুকদার মামুন, মুসল্লিগণ ও ব্যবসায়ীসহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপারের সাথে ছিলেন উজিরপুর মডেল থানার ওসি মো. গোলাম সরোয়ার, ওসি তদন্ত মো. ফারুক হোসেন, এসআই কাজী শামিম, এসআই জসিম উদ্দিন, এসআই মুজাহিদুল ইসলাম, এসআই মনিরুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস ও জঙ্গি দমনে আলোচনা সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ