রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা
জয়পুরহাট বিজিবি জয়পুরহাট-হিলি সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬শ’ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হিলি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ভারত থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা একটি কার্টুনের ভিতর থেকে ৩ কেজি ৬শ’ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা।
বাল্যবিয়ে প- গ্রেফতার ৪
জয়পুরহটের কালাইয়ে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ঈশিতা (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। বাল্যবিয়ের অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে বিচারক ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন। জানা যায়, ঘটক রেজাউলের মধ্যস্থতায় উপজেলার ঝামুটপুর গ্রামের আলমগীরে নবম শ্রেণি পড়–য়া ১৪ বছর বয়সী ঈশিতাকে পাঁচবিবি উপজেলার জাবেতপুর গ্রামের এমদাদুলের ছেলে জোবায়ের সাথে বিয়ে দেয়ার জন্যে গোপনে সব আয়োজন সারে। খবর পেয়ে ওসি সিরাজুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।