Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালপুর পৌরসভার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ- জেলা প্রশাসক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৬:২৯ পিএম

নাটোর জেলা প্রশাসক শাহরিয়ার পিএএ বলেছেন,‘আগামী গোপালপুর পৌরসভার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো অবস্থাতেই পৌর নির্বাচনকে প্রভাবিত হতে দেওয়া হবে না। প্রশাসন পেশিমুক্ত অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রার্থীদের উপহার দেবে।’

সোমবার (০৪জানুয়ারি) বিকেল ৩টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে গোপালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভায় এই সকল কথা বলেন তিনি। জেলা প্রশাসক শাহরিয়ার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান।’

সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার, নাটোর জেলা নির্বাচন অফিসার আছলম, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর থানার ওসি সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব।এসময় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীর উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ