Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্তিনেজের হ্যাটট্রিকে ইন্টারের বড় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:২৮ এএম

সিরিআ'তে লাউটারো মার্তিনেজের হ্যাটট্রিকে ম্যাচে বড় জয় পেয়েছে জায়ান্ট ইন্টার মিলান। ক্রোটোনেকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। মার্তিনেজের হ্যাটট্রিকের সঙ্গে একটি করে গোল করেন লুকাকু এবং হাকিমি। অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে।

অবশ্য খেলার শুরুটা ছিল অন্যরকম। ১২ মিনিটের সময় এগিয়ে যায় ক্রোটোনে। তবে ২০ মিনিটে লাউটারোর গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। ৩১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার। তবে ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় ক্রোটোনে এবং ম্যাচে পুনরায় ফিরে আসে সমতা। বিরতি পর্যন্ত ২-২ গোলে সমতা ছিল ম্যাচে।

বিরতির পর ৫৭ মিনিটে লাউটারো মার্তিনেজের গোলে ফের এগিয়ে যায় ইন্টার মিলান। ৬৪ মিনিটে লুকাকু গোল করে ব্যভধান বাড়ান। ৭৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেজ। ৮৭ মিনিটে গোল বন্যার ইতি টানেন হাকিমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ