Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ জামালকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৮:২৪ পিএম

ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের খেলা এবারো দাপটেই শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা দুই ম্যাচ জিতে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। আর নিজেদের যোগ্যতা প্রমাণ করেই দলটি সেমিফাইনালে জায়গা করে নেয়। রোববার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ আটের তৃতীয় ম্যাচে বসুন্ধরা ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শেষ চারে ওঠে। বিজয়ী দলের হয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা ও ব্রাজিলের ফরোয়ার্ড রবসন ডি সিলভা একটি করে গোল করেন।

রোববার ম্যাচের শুরু থেকে শেখ জামাল ও বসুন্ধরা সমান তালে খেললেও আগে গোল পায় কিংসই। ম্যাচের ১০ মিনিটে বসুন্ধরার ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন রবসন ডি সিলভাকে। সিলভা শেখ জামালের বক্সের মধ্যে অনেকটা অরক্ষিত থাকা বেসেরাকে পাস দিলে তিনি বাঁ পায়ের আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন (১-০)। উল্লাসে মেতে ওঠেন বসুন্ধরার ফুটবলাররা। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়েই লড়তে থাকে শেখ জামাল। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে গিয়ে তার গোলের একাধিক সুযোগ সৃষ্টি করলেও ব্যর্থ হয়। ৪২ মিনিটে জামালের উজবেকিস্তানের মিডফিল্ডার ভালি জনভ ওটাবেকের নিখুঁত ফ্রি কিকে জাহিদ হেড নিলে বল বাইরে চলে যায়। পরের মিনিটেই নিশ্চিত সুযোগ নষ্ট করেন জামালের ওমর জোবে। অধিনায়ক সুলেমান কিংয়ের ডিফেন্স চেরা পাস ওমর জোবেরের কাছে গেলে বসুন্ধরার এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক আনিসুর রহমান জিকো’র কাছাকাছি চলে যান ওমর। তখন তার সামনে শুধু জিকোই ছিলেন। কিন্তু জিকোকে পরাস্ত করতে গিয়ে বল ক্রসবারের উপর দিয়ে মারেন ওমর। এগিয়ে থেকেই বিরতি যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের শেষ দিকে আরেকটি গোল আদায় করে নেয় তারা। অবশ্য এর আগে শেখ জামাল ম্যাচ ফিরতে চেস্টা করেও পারেনি। তারা বেশ ক’টি গোলের সুযোগ নষ্ট করলে হতাশা বাড়ে কোচ শফিকুল ইসলাম মানিকের। গোল শোধ তো দূরের কথা উল্টো ম্যাচের ৮৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে জামাল। এসময় বল নিয়ে এগিয়ে যাওয়া জোনাথনকে বক্সের বাইরে এসে ফেলে দেন শেখ জামালের গোলরক্ষক মামুন খান। রেফারি বিটু রাজ মামুনকে হলুদ কার্ড দেখিয়ে বসুন্ধরার পক্ষে ফ্রি কিক দেন। সেটপিস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা ডান পায়ের নিখুঁত ফ্রি কিকে গোল করে বসুন্ধরার জয় নিশ্চিত করেন (২-০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ