Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফে ভবনেই হচ্ছে খেলোয়াড়দের অত্যাধুনিক জিম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৮:১৯ পিএম

মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনেই হচ্ছে খেলোয়াড়দের জন্য একটি অত্যাধুনিক জিম। যেখানে তারা শরীর কসরতের মাধ্যমে নিজেদের শতভাগ ফিট রাখার চেস্টা করবেন। বাফুফের চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের এ ঘোষণা ছিল সাম্প্রতিক সময়ের। তবে তিনি বিষয়টিকে ঘোষণার মধ্যেই রাখেননি, বাস্তবাতার ছোঁয়াও দিলেন। ভিত গড়লেন ফুটবলারদের জিমের। ক’দিন আগে বাফুফে ভবনের সামনের মাঠে জিমের জন্য একটি নকশা তৈরী করা হয়। সেই নকশা অনুযায়ীই রোববার বিকালে জিমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সালাউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জিমের কাজ কালকের (সোমবার) মধ্যেই শুরু হয়ে যাবে। আশা করছি মার্চ মাসের মধ্যেই শেষ হবে এই কাজ। ওই সময়টায় অ্যাকাডেমিও তৈরি হয়ে যাবে।’ সালাউদ্দিন আরো বলেন, ‘জিম সংক্রান্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আনা হবে। যা যা প্রয়োজন সবই থাকছে জিমে। এই জিমটা তিনটা ধাপে তৈরি হবে। প্রথম ধাপের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ করা হবে। এক বছরের মধ্যে যে কোনো বিশ্বমানের জিমের সঙ্গে আমাদের জিমের তুলনা করা যাবে।’

গত বছরের ৩ অক্টোবর বাফুফের সর্বশেষ নির্বাচনের আগে কাজী সালাউদ্দিন নিজের নির্বাচনী ইশতেহারে বলেছিলেন- ফুটবলারদের জন্য একটি অত্যাধুনিক জিম তৈরী করা হবে। টানা চতুর্থবার বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি ঠিকই রাখলেন বাংলাদেশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী সালাউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ