Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাওন গানওয়ালার নতুন গান স্বপ্ন নিয়ে চলা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

এই প্রজন্মের প্রতিভাবান সঙ্গীতশিল্পী শাওন গানওয়ালার নতুন গান প্রকাশিত হয়েছে। ‘স্বপ্ন নিয়ে চলা’ শিরোনামের গানটি জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সজীব খান ও আনিকা আক্তার। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহিন, কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। এটি নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম। ঢাকার মনোরম লোকেশনে গানটি দৃশ্য ধারণ হয়েছে। শাওন গানওয়ালা বলেন, গানের কথা চমৎকার। সুর ও মিউজিক অসাধারণ হয়েছে। কথার সাথে মিল রেখে এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। শৈশব থেকেই শাওন গানওয়ালার গানে হাতেখড়ি। এরপর সাধনা করে গেছেন। শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক এবং নজরুল সংগীতে স্নাতকোত্তর করেন। তিনি একজন সঙ্গীতের শিক্ষক। উত্তরায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষপ্রতিষ্ঠান ব্র্যান্ড দিল্লি পাবলিক স্কুলের সঙ্গীত বিভাগের প্রধান। তিনি রেডিও ক্যাপিটালের আরজে হিসেবেও কাজ করছেন। রেডিওটির সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ব্যাকস্ট্রিট ভয়েস-এর সঞ্চালক তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাওন-গানওয়ালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ