প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংসার নিয়ে ব্যস্ততার কারণে মূলধারার বলিউডি ফিল্মে এক সময়ে জনপ্রিয় অভিনেত্রী কাজলকে আজ আর দেখাই যায় না বলা যায়। এর মধ্যে তিনি অবশ্য ‘ত্রিভঙ্গ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে সিনেমা হলগুলো খুলতে শুরু করলেও এটির প্রিমিয়ার কিন্তু হবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। আগামী ১৫ জানুয়ারি স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে ফিল্মটি, মুক্তি পাবে। কয়েক প্রজন্মের কাহিনী নিয়ে ‘ত্রিভঙ্গ’ পরিচালনা করেছেন রেণুকা সাহানে; এর কাহিনীও তার। চলচ্চিত্রটির পৃষ্ঠপোষকতা করেছেন কাজলের স্বামী অজয় দেবগন। চলচ্চিত্রটির ব্যানার অজয় দেবগন ফিল্মস, বান্নিজয় এশিয়া এবং সিদ্ধার্থ মালহোত্রার আলকেমি ফিল্মস। কাজল টুইট করেছেন : “আঁকাবাঁকা, কিন্তু আবেদনময় ‘ত্রিভঙ্গ’র প্রিমিয়ার হচ্ছে ১৫ জানুয়ারি। শুধু নেটফ্লিক্সে।” ওড়িশি নাচের মুদ্রার অনুসরণে ফিল্মটির নাম রাখা হয়েছে। জীবনে পরিবারের গুরুত্ব নিয়ে এর কাহিনী। মুম্বাইয়ের পটভূমিতে একই পরিবারে পৃথক প্রজন্মের তিন নারীকে নিয়ে এর গল্প। কাহিনীর ব্যাপ্তি ১৯৮০’র দশক থেকে বর্তমান। ফিল্মটিতে আরও অভিনয় করেছেন তন্বী আজমি, মিথিলা পালকার এবং কুণাল রায় কাপুর। ‘ত্রিভঙ্গ’ প্রাথমিকভাবে মারাঠি ভাষায় নির্মিত হবার কথা ছিল। এর পুরো শুটিং হয়েছে মুম্বাইতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।