Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা বন্ধ করে ভারতকে মুসলিম শুন্য করার ষড়যন্ত্র চলছে -আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৮:০২ পিএম

ভারতের আসামে ৭০০ মাদরাসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বলেছেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার পরিকল্পিত ভাবে ভারত থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, প্রত্যেক জাতিকে প্রাতিষ্ঠানিকভাবে তাদের নিজস্ব কৃষ্টি কালচার শিক্ষারসুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব। মাদরাসা বন্ধ করে মুসলমানদেরকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি অবিলম্বে মাদরাসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ভারতের মুসলমানদের অধিকার রক্ষায় ওআইসিসহ মুসলিম দেশের সরকার প্রধানদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আজ রোববার রাজধানীর কামরাঙ্গীরচরে নূরিয়া মাদরাসায় সিলেট থেকে আগত ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইমরান আহমেদ চৌধুরী, মাওলানা খায়রুল আমীন, মাওলানা রফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ