Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের প্রথম কার্যদিবস : ব্লক মার্কেটে লেনদেন ১শ’ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৭:১২ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (৩ জানুয়ারি) ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৭২৩টি শেয়ার ১১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭২ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার এসএস স্টিলের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছি ইস্টার্ন কেবলসের। এছাড়া আমান কটনের ১০ লাখ টাকার, এডিএন টেলিকমের ৭৯ লাখ ৩০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৫০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১১ লাখ ৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫২ লাখ ৬৪ হাজার টাকার, বিডি থাইয়ের ১৫ লাখ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৯৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৯৩ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, বিডিএইচের ১১ লাখ ২০ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮ লাখ ৯৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১০ লাখ ৫০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯৬ লাখ ৩৯ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭০ লাখ ২০ হাজার টাকার, আইডিএলসির ১৯ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ২০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ টাকার, খান ব্রাদার্সের ৬ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৯ লাখ ৩৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৮ লাখ ৪৮ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ ৪২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৯ লাখ ৪৪ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার, নুরানি ডাইংয়ের ৫ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ১০ লাখ ৪০ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ১০ লাখ ৮০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৮ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, রিংশাইনের ৩৬ লাখ ৫৯ হাজার টাকার, রবির ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৭০ লাখ ২ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকার, স্টাইলক্রাফটের ৫ লাখ ২৫ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৩২ লাখ ৪৭ হাজার টাকার এবং ওয়ালটনের ৩৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ