বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর রোহান নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোহান পৌর এলাকার মসজিদ পাড়ার ভেলুর মোড় মহল্লার সুজন আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ ডিসেম্বর বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরই রোহানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নামে।
মাহবুব আলম খান জানান, শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একজন ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। এতে পুলিশ ধারণা করে যে হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশেপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোজাঁখুজির একপর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর রোহান নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোহান পৌর এলাকার মসজিদ পাড়ার ভেলুর মোড় মহল্লার সুজন আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ ডিসেম্বর বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরই রোহানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নামে।
মাহবুব আলম খান বলেন, শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একজন ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। এতে পুলিশ ধারণা করে যে হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশেপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোজাঁখুজির একপর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।