বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-বি ১৭০০) নারায়ণগঞ্জ-এর উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল শীর্ষক আলোচনা এবং দোয়া মাহফিল ২৪ আগস্ট মোঃ মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে বিআইডব্লিউটিসি প্রধান কার্যালয় ভবন, ৫ দিলকুশায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহান খান এমপি, বিশেষ অতিথি অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি ও আলহাজ নজরুল ইসলাম বাবু, এমপি (নারায়ণগঞ্জ-২)। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসি কার্যকর, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত বিচার এবং বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস চিরতরে নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া এদেশে জামায়াত, শিবিরের রাজনীতি বন্ধসহ মানুষ হত্যাকারী বিএনপি’র রাজনীতি থেকে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান। সভায় বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করে সকলকে আত্মনিয়োগ-এর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।