প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল বা স্যাটারডে আফটারনুন। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটা সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন আশঙ্কায় গত বছরের জানুয়ারিতে এর মুক্তি আটকে দেয় চলচ্চিত্র সেন্সরবোর্ড। সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে গত ফেব্রুয়ারিতে আপিল করেছে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পরও ছাড়পত্রের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড। তবে সিনেমাটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি এখন পর্যন্ত মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে শনিবার বিকেল দুইটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে। মস্কো ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানিত ‘এ গ্রেড ফিল্ম ফেস্টিভ্যাল’। দেশে সিনেমাটি মুক্তি দেয়ার লক্ষে জনমত গঠনের জন্য উদ্যোগ নিয়েছে সিনেমা ক্যাফে ঝিল কুটুম। ৮ জানুয়ারী পর্যন্ত প্রতিষ্ঠানটি নিজেদের সকল অতিথীকে শনিবার বিকেল-এর অফিসিয়াল টি-শার্ট বিনামূল্যে উপহার দেবে বলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কুটুম এক্সপ্রেসের প্রধান বিপণন কর্মকর্তা এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সিজু খান। তিনি জানান, এই টি-শার্টের ডিজাইনে প্রদর্শিত প্রতিবাদী কনসেপ্টটি আমরা শনিবার বিকেলের প্রযোজক, পরিচালকের অনুমতি নিয়েই বানিয়েছি। শুধু এই টি-শার্টই নয়, এর পাশাপাশি আমরা নুরুল আলম আতিকের নতুন সিনেমা, সময়ের প্রয়োজন শীর্ষক একটি সিনেমার বই এবং এক মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশনও বিনামূল্যে উপহার দেবো নিজেদের সব অতিথীদেরকে। হাতিরঝিলে অবস্থিত ঝিল কুটুম রেস্তোরাঁটি কুটুম এক্সপ্রেস নামক একটি বহুমূখী ব্যবসা প্রতিষ্ঠানের সিস্টার কনসার্ন। সিনেম্যাটিক অফার শীর্ষক ঝিল কুটুমের এই ক্যাম্পেনের সাথে পার্টনার হিসেবে আছে মোস্তফা সরোয়ার ফারুকির প্রযোজনা সংস্থা ছবিয়াল, রকমারি ডট কম, মেঘওয়ালা, আওয়ার শর্ট দেয়ার শর্ট চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশী টি-শার্ট ব্র্যান্ড ডিমভাজি। এই অফার চলাকালীন ঝিল কুটুম থেকে এক হাজার টাকার খাবার নিলে এক কপি সিনেমার বই, দুই হাজার টাকার খাবার নিলে এক কপি সিনেমার বই ও এক মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এবং তিন হাজার টাকার খাবার নিলে এক কপি সিনেমার বই, এক মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ও ফারুকির শনিবার বিকেল সিনেমার অফিসিয়াল টি-শার্টটি উপহার দেবে বলে জানিয়েছেন তারা। জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত শনিবার বিকেলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের অভিনেতারা। এদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।