প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ গত বছর ঘোষণা দিয়েছিলেন তিনি গান থেকে বিদায় নেবেন। তবে তিনি তার এ সিদ্ধান্ত বদলেছেন। তিনি গান করবেন। ফেরদৌস ওয়াহিদ জানান, গান থেকে বিদায় নিচ্ছি না। গান করব, তবে স্টেজ শো আর টিভি শোতে আমাকে দেখা যাবে না। নতুন বছর থেকে এই দুই মাধ্যমে আমি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। জিঙ্গেল বা নতুন ভালো কোনো গান হলে সেটিতে কন্ঠ দিবো। এদিকে ফেরদৌস ওয়াহিদ ঢাকা ছেড়ে তার বিক্রমপুরে গ্রামের বাড়িতে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, বিক্রমপুরে আমি শান্তি খুজে পাই। এখানেই এখন থেকে নিয়মিত বসবাস করবো। এখানে আমার খামার আছে। এগুলো দেখাশোনা করছি। সময়টা ভালো কাটবে আশা করছি। নতুন প্রজন্মের শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, নতুনদের সময় এখন। নতুনরা সব সময় এগিয়ে থাকে। আমি নতুনদের স্বাগত জানাই। তবে এখন নতুনদের অনেকে তাড়াতাড়ি সব কিছু পেতে চায়। সহজে কিছু পেলে সেটি স্থায়ী হয় না। স্থায়ী কিছু অর্জন করতে হলে যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।