Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ওয়ান্ডার ওম্যান থ্রি’তে ফিরছেন গ্যাল গাদত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ব্যবসা সফল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজ ‘ওয়ান্ডার ওম্যান’ সিরিজের তৃতীয় পর্বে ডায়ানা প্রিন্স ওরফে ওয়ান্ডার ওম্যানের ভূমিকায় ফিরবেন গ্যাল গাদত। আগের দুটির মত এতেও পরিচালক হিসেবে থাকছেন প্যাটি জেনকিন্স। এটি হবে ‘ওয়ান্ডার ওম্যান’ ট্রিলজির শেষ পর্ব। ২০১৭তে ডিসি কমিক্সের চরিত্র অবলম্বনে ‘ওয়ান্ডার ওম্যান’ নামে এর প্রথম পর্ব মুক্তি পায়। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ট্রিলজির কাহিনী লিখেছেন পরিচালক জেনকিন্স। “সারা দুনিয়ায় ভক্তরা ডায়ানা প্রিন্সকে সাদরে গ্রহণ করেছে আর ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটি ফোর’-এর সাম্প্রতিক সপ্তাহান্তের সাফল্য বাস্তব ওয়ান্ডার উইমেন গ্যাল ও প্যাটিকে নিয়ে আমরা কাহিনী অব্যাহত রাখছি। দীর্ঘ দিন পরিকল্পিত এই ট্রিলজির শেষ পর্বে তারা ফিরবেন,” ওয়ার্নার ব্রাদার্সের প্রধান টোবি এমারিক ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’র ঘোষণা দিয়ে বলেন । সিরিজের দ্বিতীয় ফিল্ম ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটি ফোর’ গত ২৫ ডিসেম্বর স্ট্রিমিংয়ের পাশাপাশি হলে মুক্তি পেয়ে সাফল্যের সঙ্গে চলছে। ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটি ফোর’ প্রথম সপ্তাহান্তে ৮৫ মিলিয়ন ডলার আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাল-গাদত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ