Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। গতকাল সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। শেষে কবির কবর জিয়ারত করা হয়।

পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোশার্রফ আলী, সহযোগী অধ্যাপক রিজভী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯০৩ সালের এই দিনে তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন কবি। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লীকবি ঢাকায় মারা যান। পরে পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে তাঁকে কবর দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পল্লীকবি-জসীমউদ্দীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ