Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ন্যান্সির মামলায় ১৪ জানুয়ারি আদালতে হাজিরা দিতে হবে আসিফকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ৭:৩৯ পিএম

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে সমন জারি হয়েছে গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির করা মামলায়। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ৩০ ডিসেম্বর এ সমন জারি করেন । সমন অনুযায়ী ১৪ জানুয়ারি আদালতে হাজিরা দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে হবে আসিফকে।

মামলা প্রসঙ্গে আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না।

উল্লেখ্য ২০২০ সালের ১০ জুলাই গায়ক আসিফের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০৭২) করেছিলেন ন্যান্সি। জিডিতে ন্যান্সি অভিযোগ করেন, আসিফ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। মামলার তদন্ত শেষে ১১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়, যার ভিত্তিতেই আদালত আসিফের বিরুদ্ধে সমন জারি করেছেন। সাব-ইন্সপেক্টর মোসায়েক খান বলেন, ‘তার অভিযোগগুলো খতিয়ে দেখে সত্যতা পেয়েছি। আসিফ ফেসবুক লাইভসহ বিভিন্ন টিভি চ্যানেলে ন্যান্সিকে পাগল বলে অভিহিত করেছেন। সে অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করেছি।’

এদিকে মামলা সম্পর্কে ন্যান্সি বলেন, শিল্পী আসিফ আর ব্যক্তি আসিফ এক নন। আমি শিল্পী আসিফ না, ব্যক্তি আসিফের বিরুদ্ধে মামলা করেছি। কারণ তিনিও ব্যক্তি ন্যান্সিকে আক্রমণ করেছেন। বলে রাখা ভালো, এখন মামলাটি আর আমার হাতে নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যান্সি-আসিফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ