Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিকে ব্যস্ত মিথিলা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম

একটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে মিডিয়াতে মিথিলা সুমাইয়া আনজুম মিথিলা’র যাত্রা শুরু হয়েছিলো ২০১৫ সালে। সেই রিয়েলিটি শো’তে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। চ্যাম্পিয়ন হয়েই তিনি একটি একক নাটকে অভিনয় করেছিলেন। পরবর্তীতে রায়হান খানের ‘অর্কিড’ ধারাবাহিকে অভিনয় করেন। সেই থেকে অভিনয়ে তার পথচলা শুরু। মাঝে অভিনয়ে অনিয়মিত হলেও এখন আবার পুরোপুরি ব্যস্ত হয়ে উঠেছেন। মিথিলা আশাবাদী নতুন বছরে অভিনয়ে আরো বেশি ব্যস্ত হয়ে উঠবেন। এখন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘হিট’-এ অভিনয় করছেন। এছাড়া একই পরিচালকের এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয় করছেন। বর্তমানে আকাশ রঞ্জনের ‘বউ শ্বাশুড়ি’, রাসেল-আবু হায়াত পরিচালিত ‘একশ’তে একশ’ এবং নাসির উদ্দিন মাসুদ পরিচালিত ‘ডিভোর্স’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। মিথিলা বলেন, ‘এখন আমি অভিনয়ে আগের চেয়ে বেশি সিরিয়াস। আগে কাজ কম ছিলো, তাই অভিনয়ে খুব বেশি সিরিয়াস ছিলাম না। এখন আগের চেয়ে অভিনয়ে ব্যস্ততা বেড়েছে আমার। আশা করছি, নতুন বছরে আরো অনেক বেশি ব্যস্ত হয়ে উঠবো, ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, গাজী টায়ারের বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করেন মিথিলা। পরবর্তীতে আরো ৬/৭টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ