মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া মাথাপিছু ২ হাজার ডলার প্রণোদনার প্রস্তাব প্রত্যাখান করলেন ম্যাককনেল সহ রিপাবলিকানরা। সিনেট সংখ্যাগরিষ্ঠ দলনেতা মিচ ম্যাককনেল বলেছেন, এতো বড় বিল অনুমোদন দিলে তা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আগেই অনুমোদিত ৬০০ ডলারের বিলটিই একমাত্র বাস্তবঘেঁষা। -পলিটিকো, এনপিআর
সিনেটর জন করনিয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এটা বাস্তবসম্মত কিছু ছিলো না। ডেমোক্রেটরাও এই বিলে নতুন কিছু যুক্ত করতে রাজি হবে না। এটি করতে গেলে মূল বিল ক্ষতিগ্রস্থ হবে।’ অবশ্য ডেমোক্রেটরা বলছে, ২ হাজার ডলার প্রদানে তাদের আপত্তি তো নেই, নতুন বিলে তা যুক্ত করতে এখনও চেষ্টা চালিয়ে যাবে তারা। তবে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র অ্যান্ড্রু বাটেস বলেছেন, তারা চলমান বিলটিকে সমর্থন করেন। বাইডেন অভিভূত হয়েছেন এটা দেখে যে, দুই দল প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।