Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সরকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচ্যুত দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে চলছে । কিন্তু তার আদর্শ দলের নেতাকর্মীরা কেউ লালন করেনা। তারা বিবেককে বিসর্জন দিয়ে সবাই ক্ষমতা আর ভোগের রাজনীতিতে ব্যস্ত। ভোটাধিকার হরণ দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচ্যুত দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে চলছে। কিন্তু তার আদর্শ দলের নেতাকর্মীরা কেউ লালন করে না। তারা বিবেককে বিসর্জন দিয়ে সবাই ক্ষমতা আর ভোগের রাজনীতিতে ব্যস্ত।
গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জনগণের ভোটাধিকার হরণ দিবস পালন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ডা. শহিদুল ইসলাম, মুফতী ফরিদুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতি আব্দুল আহাদ।
করবো।
খেলাফত মজলিস : খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আব্দুল কাদের বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে খোদ নির্বাচন ব্যবস্থার কবর রচনা করা হয়েছে। জনগণের ভোটের অধিকার হরণের মাধ্যমে দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্দোলনকে বেগমবান করতে হবে। গতকাল খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখের সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আীল কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়জী, অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক মো. আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. ফয়জুল ইসলাম, আমীর আলী হাওলাদার, ঢাকা মহানগরীর সহসভাপতি মো. জহিরুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী।
জাতীয় মুক্তি কাউন্সিল : জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন,আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে বলে যে দাবি করা হয়েছে তা সত্য নয়।
বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ঘৃনতম দিন। এই দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব রাতে ব্যালট পেপারে সীল মেরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা উচ্ছেদ করেছে আওয়ামী লীগ সরকার। এইভাবে জনগণের রাজনৈতিক স্বাধীনতা হরণ করে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করা হয়েছে।
বিবৃতিতে আওয়ামী ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের লক্ষ্যে জাতীয় ভিত্তিতে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করতে শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণকে ঐক্যবদ্ধ হবার আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ