বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, প্রশাসনিক দক্ষতা থাকলে যে কোন প্রকল্প বাস্তবায়ন সম্ভব। অসহায়, দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের জন্য কেএমএসএস কাজ করছে। এই কাজের মধ্যে সুবিধাবঞ্চিত স্বাস্থ্যসেবা প্রাপ্তি অগ্রগতি হবে। ইএইচডি প্রকল্পের কাজের ফলে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যখাত আর এক ধাপ এগিয়ে যাবে। তিনি প্রকল্পের দাতা সংস্থা এফসিডিও, কর্নসান ওয়ার্ল্ডওয়াইড ও বাস্তবায়ন সংস্থা কেএমএসএসকে ধন্যবাদ জানান। গতকাল বুধবার যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) খুলনা বিভাগে ইএইচডি প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা শেয়ারিং বিষয়ক একটি সভা হোটেল সিটি ইনন্ এ আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ হাবিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ পরিচালক ডা. শামীম আরা পার নাজনীন, সাতক্ষীরার মেয়র মো. তাজকিন আহম্মদ। স্বাগত ভাষণ দেন কেএমএসএস›র নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। বক্তৃতা করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত, খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, সমাজ সেবা বাগেরহাটের উপ পরিচালক এস এম রফিকুল ইসলাম, খুলনার উপ পরিচালক খান মোতাহার হোসেন, কেএমএসএস›র সভাপতি ডা. মোস্তাফা কামাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।