বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নগরীর পৃথক পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল এবং সহ-সভাপতি নাজমুল ইসলাম।
এ তথ্য জানান দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। তিনি জানান, ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়েছে। কোতয়ালী মডেল থানা-পুলিশও এ খবর জানান। দলীয় সূত্র জানায়, এর আগে পুলিশ বাঁধার কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি পালনে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে যেতে পারেননি বিএনপি নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।