Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে। পাকিস্তানের দুর্নীতিদমন শাখার পুলিশ তাকে গ্রেফতার করে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রীকে।
খাজা আসিফ নওয়াজ শরিফের আমলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ ছিলেন। নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফকে গ্রেপ্তার করা নিয়ে টুইট করেছেন খোদ নওয়াজ শরিফ। তার অভিযোগ, ইমরান খানের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ। যদিও তার বিরুদ্ধেও শাস্তির খাঁড়া ঝুলছে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বেরনোর সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) অফিসাররা। অভিযোগ, আসিফের রোজগারের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসাব দিতে পারেননি বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এনএবি-র প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। সম্পত্তির হিসাবও দিতে পারেননি। এনএবি-র বক্তব্য, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল ৫১ লাখ পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। সূত্র : ডন, রয়টার্স।



 

Show all comments
  • Masud Ahmed ৩১ ডিসেম্বর, ২০২০, ১:২৮ এএম says : 0
    Justice System in Pakistan is better.
    Total Reply(0) Reply
  • Towhid Chowdhury ৩১ ডিসেম্বর, ২০২০, ১:২৮ এএম says : 0
    বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারীদের কখন গ্রেপ্তার করা হবে ?
    Total Reply(0) Reply
  • মেহেদী ৩১ ডিসেম্বর, ২০২০, ১:২৯ এএম says : 0
    পাকিস্তানে বিভাজন আবারও বড় ক্ষতি করবে।
    Total Reply(0) Reply
  • কামাল রাহী ৩১ ডিসেম্বর, ২০২০, ১:২৯ এএম says : 0
    দোষী যেই হোক তাকে ছাড়া উচিত নয়।
    Total Reply(0) Reply
  • গাজী মোহাম্মদ শাহপরান ৩১ ডিসেম্বর, ২০২০, ১:৩০ এএম says : 0
    এখান থেকে জালেম শাসকদের শিক্ষা নেয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ