মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে কোভিড ভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরণের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে ভারতে এধরনের কোভিড ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০ জনে। -সিএনএন, টাইমস অব ইন্ডিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ডেনভারের কাছাকাছি এলবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোথাও ভ্রমণ করার ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা ও এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নতুন ভাইরাস শনাক্তের ঘটনা ঠিক এমন এক সময়ে ঘটল যখন করোনাভাইরাসের টিকার বিলি বণ্টন নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি টিকা দেয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না বলে সমালোচনা করেন।
যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ৩ লাখ ৩৭ হাজার মানুষ মারা গেছে। যা বিশ্বে সর্বোচ্চ। তবে বিজ্ঞানীরা বলছেন করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়লেও সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয়। এদিকে ব্রিটেনে নতুন ধরনের কোভিড ভাইরাস দেখা দেয়ার পর ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর দেশটি থেকে ভারতে ৩৩ হাজার যাত্রী ভারতে এসেছে। তাদের মধ্যে ২০ ব্যক্তির শরীরে নতুন এই ভাইরাস পাওয়ায় আইসোলেশনে রাখা হয়েছে তাদেরকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।