Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে তৈরি দ্বিতীয় কোভিড ভ্যাকসিন এখন ট্রায়ালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৯:১২ পিএম

ইরানে তৈরি দ্বিতীয় কোভিড ভ্যাকসিন এখন ট্রায়ালে রয়েছে।ইরানের পাস্তুর ইনস্টিটিউটের প্রধান আলীরেজা বিগলারি বলেন বিদেশি সহযোগিতা নিয়েই দ্বিতীয়বারের মত তার দেশে তৈরি এ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। এর আগে ইরানে তৈরি প্রথম ভ্যাকসিনটির পরীক্ষা সম্পন্ন হয়েছে। -মেহর
দ্বিতীয় পর্যায়ে প্রথম ভ্যাকসিনটির পরীক্ষা শুরু হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ট্রায়াল শেষে ৫০ হাজার মানুষকে এ ভ্যাকসিন দেয়া হবে। ইরানের পাস্তর ইনস্টিটিউট গত ১’শ বছর ধরে বিভিন্ন রোগ প্রতিরোধে ও ওষুধ তৈরিতে গবেষণা করে আসছে। পশ্চিম এশিয়ায় এ ইনস্টিটিউট সবচেয়ে পুরাতন ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর আগে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সরেনা সাত্তারি বলেন ৬টি জ্ঞানভিত্তিক কোম্পানি করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ