প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন আগে কবির সুমনের সুরে এবং কণ্ঠে একটি গান লিখে আলোচিত হয়েছিলেন গীতিকার লেখক এবং প্রযোজক এনামুল কবির সুজন। এবার জনপ্রিয় গানের নির্মাতা প্রিন্স মাহমুদ সুর দিয়েছেন সুজনের লেখা নতুন গান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতর’-এর সূচনা সঙ্গীত হিসেবে গানটি তৈরি করা হয়েছে। এটি গেয়েছেন কৃষ্ণকলি। ৩১ ডিসেম্বর ‘আতর’ চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে ঢাকার মুক্তিযুদ্ধ যাদুঘর অথবা পাবলিক লাইব্রেরীতে। পরবর্তীতে দেশ এবং বিদেশের বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শনীর জন্য পাঠানো হবে বলে জানান প্রযোজক। এনামুল কবির সুজনের কনসেপ্টে আতরের গল্প এবং সংলাপ লিখেছেন ফারজানা রহমান এবং কৃপা নাহার। চিত্র্যনাট্য পরিচালনা করেছেন রানা মাসুদ, চিত্রগ্রহণ রিংকন খান। প্রযোজনা এবং পরিবেশনায় রূপকথা প্রোডাকশনস। এনামুল কবির সুজন বলেন, ‘কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য এবং বহুল আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরী হয়েছে ‘আতর’এর চিত্র্যনাট্য। এর কাহিনী দর্শকদের দারুণভাবে স্পর্শ করবে। উল্লেখ্য, এনামুল কবির সুজন এর আগেও একাধিক নাটক রচনা এবং প্রযোজনা করেছেন। গীতিকার হিসেবেও গানের বাজারে তার সুনাম রয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পী থেকে এই প্রজন্মের অনেক জনপ্রিয় শিল্পীর কণ্ঠেই উঠেছে সুজনের লেখা গান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।