প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিষেকের দুই বছরের মধ্যে সারা আলি খান গ্ল্যামার জগতে এক উচ্চতায় পৌঁছে গেছেন, তার প্রজন্মের অন্য উঠতি শিল্পীদের তুলনায় তারও বিশাল ভক্ত দল জুটে গেছে। অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা হিসেবে সারা বাস্তবে জন্মেই একজন তারকা, তবে তিনি তারকা অবস্থানে বিশ্বাস করেন না। “আমি নিজেকে তারকা হিসেবে দেখি না। এখন পর্যন্ত আমি ভক্ত শব্দটি ব্যবহার করি না। আমি স্টার শব্দটিও ব্যবহার করি না। আমি এসবে বিশ্বাস করি না। আমি শুক্রবারকে শুক্রবারই ভেবে এসেছি; আর এখন জানি এই দিনে ফিল্ম মুক্তি পায়। প্রতিটি ফিল্ম মুক্তি পাবার অর্থ হল শিল্পীর অবস্থান তারকার মান পাল্টে যায়,” সারা বলেন। “আমি মনে করি, নিয়তই আসল ব্যাপার। আপনার যা নিয়তই আসল ব্যাপার, আর আপনার পরিশ্রম, কাজের প্রতি ভালবাসা এবং আগ্রহই হল আসল ব্যাপার। সবকিছু বদলাতে থাকে আর সবকিছুই বদলায়,” তিনি আরও বলেন। ২০১৮তে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ফিল্ম দিয়ে সারার বলিউডে অভিষেক হয়েছিল। এরপর তাকে দেখা গেছে রোহিত শেট্টির ‘সিম্বা’তে রণবীর সিংয়ের বিপরীতে, সারার এর পরের ফিল্ম কার্তিক আরিয়ানের সহাভিনয়ে ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল ২’। তার সর্বশেষ ফিল্ম বরুণ ধাওয়ানের বিপরীতে ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’। সারাকে আগামী বছর অক্ষয় কুমার এবং ধানুশের সঙ্গে আনন্দ এল রাইয়ের ‘আটরঙ্গি রে’তে দেখা যাবে। তারকা পরিবারে জন্ম এবং ভাল তারকাদের সঙ্গে কাজের সুযোগকে সারা সৌভাগ্য বলে মনে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।