Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মাগুরা পৌরসভা নির্বাচন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৭:৪৩ পিএম

মাগুরা পৌরসভা নির্বাচনে বুধবার বিকালে উৎসব মুখর পরিবেশে ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে । 

জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, পৌর নির্বাচন উপলক্ষে ৩ মেয়র প্রার্থী ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে । এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল ,বিএনপি প্রার্থী ইকবাল আকতার খান কাফুর ধানের শীষ ও ইসলামী আন্দোলন প্রার্থী মশিউর রহমান হাতপাখা প্রতীক পেয়েছেন । সাধারণ ৪৭ প্রার্থীদের মাঝেও প্রতীক ববাদ্দ হয়েছে । প্রতীক বরাদ্দের পর পর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালাতে পারবেন । মাগুরা পৌরসভার মোট ৭৬ হাজার ৮৭৫ জন ভোটার আগামী ১৬ জানুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । এবার ভোটারা ইভিএম পদ্ধতিতে তাদের ভোট প্রদান করবেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ