প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৯৭৩ সালের ‘দি একসরসিস্ট’কে অনেকে সর্বকালে সেরা হরর চলচ্চিত্র হিসেবে গণ্য করে থাকে। ফিল্মটির দুটি সিকুয়েল আর দুটি প্রিকুয়েল নির্মিত হয়েছে এ পর্যন্ত, তবে তা প্রথমটির তুলনায় মাণোত্তীর্ণ হয়নি। সম্ভবত তাই নতুন করে ফিল্মটির সিকুয়েল নির্মিত হবে। এই ফিল্মটি পরিচালনার জন্য স্টুডিও ‘হ্যালোউইন’ পরিচালক ডেভিড গর্ডন গ্রিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। চলচ্চিত্রটি নির্মিত হবে ব্লুমহাউস এবং মরগ্যান ক্রিক প্রডাকশন্সের ব্যানারে। প্রযোজনা করবেন জেসন ব্লুম, ডেভিড রবিনসন এবং জেমস রবিনসন। চুক্তি সম্পাদন হলে ‘একসরসিস্ট’ সিকুয়েলটি তার ‘হ্যালোউইন কিলস’-এর পর প্রথম ফিল্ম হবে কীনা তা জানা যায়নি। ‘হ্যালোউইন কিলস’ ২০২১-এ মুক্তি পাবে। এর আগে গ্রিন ব্লুমহাউসের ব্যানারে ২০১৮’র ‘হ্যালোউইন’ পরিচালনা করেছেন। ‘একসরসিস্ট’ সিকুয়েল ছাড়া ‘হ্যালোউইন’ ট্রিলজির শেষ ফিল্মটিও পরিচালনা করবেন। মূল ‘দি একসরসিস্ট’ পরিচালনা করেছেন উইলিয়াম ফ্রিডকিন। ফিল্মটিতে অভিনয় করেছেন এলেন বার্নস্টিন, লিন্ডা ব্লেয়ার এবং ম্যাক্স ভন সিডো। ফিল্মটি ১০টি অস্কার মনোনয়ন পেয়ে অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগে অস্কার জয় করে। নিজের লেখা উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখেছিলেন উইলিয়াম পিটার ব্লেটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।