Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে জানেন শেখ হাসিনা- জাহাঈীর কবির নানক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:৪৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমাদের নেত্রী শেখ হাসিনা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আজ আমরা গণতন্ত্র চর্চা করতে বিজয় দিবস পালন করছি। বিএনপি-জামায়াত আল বদর রাজাকারদের ষড়যন্ত্র মোকাবেলা করতে বঙ্গবন্ধুর কন্যা আমাদের নেত্রী শেখ হাসিনা মোকাবেলা করতে জানেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

নানক আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। করোনার সময় লকডাউনশেখ হাসিনা যখন দেশের মানুষের কথা চিন্তা করলেন আমার জনগণের খাবার আসবে কোথা থেকে তখন এই স্বেচ্ছাসেবক লীগ মানুষের কাছে কাছে গিয়ে খাবার পৌছে দিলেন। মানুষের পাশে দাড়ালেন। শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ মধ্যম আয়ের মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিয়ে আসলেন।

বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, আজকে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবসের পালন করছি আমরা। হত্যাকারীদের সকল ষড়যন্ত্র আমরা এই বাংলারমাটিতে হতে দিবো না। কোন অপশক্তি এই গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ'র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় বক্তব্যে রাখেন সংগঠনের সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহাঙ্গীর কবির নানক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ