Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটের জকিগঞ্জের পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:৩৯ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ১ জন ও পুরুষ কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন৫ জন প্রার্থী।

পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আবুল কালাম, মুনিম আহমদ, ২ নং ওয়ার্ডে মো. রুহুল আমিন, ৪ নং ওয়ার্ডে মুহিবুর রহমান, শাহাব উদ্দিন শাকিল, ৫ নং ওয়ার্ডে ছমির উদ্দিন, কামরুজ্জামান কমরু, ৬ নং ওয়ার্ডে লবিবুর রহমান, আখতারুজ্জামান রাজু, মোস্তাক আহমদ, ৭ নং ওয়ার্ডে ফয়ছল আহমদ মাখন, আছদ্দর আলী, নাজু আহমদ, হেলাল আহমদ, সাইদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, এহসান আহমদ, শামিম আহমদ, ৯ নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই, আমাল আহমদ ও হোসেন আহমদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে জোসনা খানম, তাছনিমা আক্তার জোসনা, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে মনারা বেগম, জাহানারা বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে রীনা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান শাকীব জানান, বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এজন্য সকল শ্রেণী-পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ