Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিখাতে চার টাকা সুদে ঋণ দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৪:৫১ পিএম

বাংলাদেশকে এগিয়ে নিতে কৃষিখাতে চার টাকা সুদে ঋণ দিয়েছে বর্তমান সরকার শেখ হাসিনা। কৃষি মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার চাতুটিয়া গ্রামে বিনা সরিষা-৯ এর সাথে মৌ চাষ কৃষক সমাবেশ ও মাঠ দিবসে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিনা উপকেন্দ্র জামালপুর এবং ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’র ব্যবস্থাপনা বোর্ডের সদস্য সাবেক ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদের সভাপতিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’র মহাপরিচালক মোকাজ্জল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচী পরিচালক ডা: মো: ফারহাদুল ইসলাম, ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলালসহ অন্যান্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ