পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর রামপুরা এলাকায় র্যাবের অভিযানে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- এ বি এম সিদ্দিকী (৫৯), আক্তারুজ্জামান (৩৩) ও মিজানুর রহমান (৫০)।
গতকাল র্যাব-১০ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সোমবার পূর্ব রামপুরার জাকের গলির ২৪৩/এ ঠিকানায় শুকরিয়া ভবন নামে একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিনজন ইউরেনিয়াম ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, তাদের কাছে একটি চামড়ার বাক্স এবং একটি ছোট চামড়া ও স্টিলের বাক্স পাওয়া যায়। এছাড়াও ওই তিনজনের কাছ থেকে একটি রিমোট, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেটকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাঁচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কেচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুইটি পাইপের মতো দেখতে বস্তু, একটি মেটাল ছাঁকনি, একটি ক্যাটালগ, একজোড়া হ্যান্ড গ্লাভস ও একটি চামড়ার জ্যাকেট (গাউন) জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।