Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাভানির সাথে চুক্তি নবায়ন চায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ পিএম

উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানির সাথে চুক্তি নবায়নের বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ইতোমধ্যেই আগ্রহ জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্লাব ম্যানেজার ওলে গানার সুলশার। ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার অক্টোবরে এক বছরের চুক্তিতে পিএসজি থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তবে তার চুক্তির শর্তানুযায়ী আরো এক বছর তা বাড়ানোর ক্লজ ছিল।

এবারের মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। ৮ ম্যাচে এ পর্যন্ত করেছেন তিন গোল। শনিবার লিস্টানের সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে ব্রুনো ফার্নান্দেসের দ্বিতীয় গোলটিতে বদলি বেঞ্চ থেকে উঠে এসে তিনি সহযোগিতা করেছিলেন।

নতুন চুক্তিতে কাভানিও আগ্রহ প্রকাশ করবেন বলে সুলশার আশাবাদী। এ সম্পর্কে ইউনাইটেড বস বলেন, ‘এডিনসনের হাতে আর মাত্র কয়েক বছর বাকি রয়েছে। আমি এ সম্পর্কে কিছু বলতে চাইনা। সে দারুনভাবে নিজেকে প্রমান করেছে এবং আমারও তার ওপর আস্থা আছে। বদলী খেলোয়াড় হিসেবেও সে সমানভাবে পারদর্শী। অবশ্যই মূল একাদশে জায়গা পাওয়াটা তার প্রাপ্য।’

ফ্রান্স থেকে ইংল্যান্ডের আসার পর কাভানিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। জুনের শেষ নাগাদ পিএসজি ছাড়ার পর ঐ সময়টা তাই ফিটনেস নিয়ে কাভানিকে কাজ করতে হয়েছে। হালকা কিছু ইনজুরির কারনেও তিনি মাঝে কিছুটা সময় দলের বাইরে ছিলেন। যদিও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সবকিছুর পরেও কাভানির আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি। ইউনাইটেডের ৭ নম্বর জার্সির একটি আলাদা ঐতিহ্য আছে।

জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত বিশ্বসেরা তারকারা এই নম্বরের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন। সুলশার বলেছেন ইউনাইটেডে আসার পর এই একটি বিষয় নিয়ে কাভানি তাকে অনুরোধ জানিয়েছিল, তাকে যেন ৭ নম্বর জার্সিটি দেওয়া হয়। ঐ মুহূর্তে সবকিছু বিবেচনায় কাভানিকে ৭ নম্বর জার্সিটিই দেওয়া হয়েছে। সুলশার বলেন, ‌‌‘অবশ্যই আমরা জার্সিটির অতীত ইতিহাস নিয়ে আলোচনা করেছি। কিন্তু কাভানির ক্যারিয়ার বিবেচনায় অবশ্যই সে এই জার্সিটির যোগ্য। আমরা সকলেই তাকে নিয়ে আশাবাদী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ