Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

হারের সঙ্গে পয়েন্টও খেয়াল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

ভারতের বিপক্ষে হারের ক্ষত তো আছেই, সঙ্গে শাস্তিও পেতে হলো অস্ট্রেলিয়াকে। মেলবোর্ন টেস্টে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চার পয়েন্ট কাটা হয়েছে টিম পেইনদের। বক্সিং ডে টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় অস্ট্রেলিয়া দলকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে, প্রতি এক ওভার কমের জন্য কাটা হয় দুই পয়েন্ট। তাই একই সঙ্গে, উভয় শাস্তিই পেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। শাস্তি কার্যকরের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩২২। আর শতকরা পয়েন্ট নেমে হয়েছে ০.৭৬৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ