মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২০ সালকে কষ্ট, নির্মমতা এবং অশ্রুসিক্ত বছর বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার বছর সমাপনী ভাষণে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে নিজেদের মধ্যে এবং প্রকৃতিতে শান্তি প্রতিষ্ঠা করি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি। করোনা ভাইরাস সংক্রমণ রোধ করি। ২০২১ সালকে আরোগ্যের বছর হিসেবে প্রতিষ্ঠা করি। তিনি বলেন, ‘চলমান বছরে করোনা ভাইরাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্রতা, অসমতা এবং দুর্ভিক্ষ বেড়েছে।’ এসব সত্তে¡ও আসন্ন খ্রিস্টীয় নতুন বছরকে আশার আলোকবর্তিতা বলে অভিহিত করেছেন গুতেরেস। সবাই যদি একসঙ্গে, ঐকমত্য এবং সংহতির ভিত্তিতে কাজ করে তাহলে আগামী বছর বিশ্বের প্রতিটি কোণায় আশার আলোকবর্তিতা ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘আবহাওয়া পরিবর্তনরোধ এবং করোনা ভাইরাস সংকট মোকাবিলা করে অংশগ্রহণম‚লক স্থায়ী ভবিষ্যত নির্মাণের জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’ তিনি আরও বলেন, ২০২১ সালে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শ‚ন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকে সর্বাধিক গুরুত্ব দেয়া। গুতেরেস বলেন, ভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি লাভ, ভেঙ্গে পড়া অর্থনীতি এবং সমাজ পুনর্গঠন, মতানৈক্য দ‚রীকরণ এবং পৃথিবীকে রক্ষা, অবশ্যই নতুন বছরের শুরুতে এগুলোই আমাদের ২০২১ সালের প্রস্তাবনা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।