Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১১শ’ কোটিতে নির্মাণ হবে রাম মন্দির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছে। আগামী সাড়ে তিন বছরের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই মন্দির তৈরি করতে ১ হাজার ১০০ কোটি রুপির মতো খরচ হবে বলে জানিয়েছেন রাম জন্মভ‚মি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরিজি মহারাজ। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, অযোধ্যায় রাম মন্দির তৈরির দেখাশুনা করছে ‘রাম জন্মভ‚মি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরটি পুরোপুরি তৈরি হতে এখনো সাড়ে তিন বছরের কাছাকাছি সময় লাগবে। এছাড়া মন্দির নির্মাণের খরচ জোগান দিতে দেশের বিভিন্ন প্রান্তের ৪ লাখ গ্রামে ঘুরে-ঘুরে অনুদান সংগ্রহ করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষ মন্দির তৈরির জন্য নিজেরা এসেও অনুদান দিতে পারবেন বলে জানিয়েছে ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি অর্থ বা বিদেশি অনুদান নিয়ে অযোধ্যার রাম মন্দির তৈরি হবে না। রাম মন্দির তৈরি হবে দেশের মানুষের টাকাতেই। এবিপি।



 

Show all comments
  • Mustafizur Rahman Ansari ৩০ ডিসেম্বর, ২০২০, ১:১৫ এএম says : 0
    Alhamdulillah,Soon be come another Emperor Soolta Mahmood of Ghuznee.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ