Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা বিধির অভিনব প্রতিবাদের ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

অভিনব উপায়ে করোনা বিধির প্রতিবাদ জানালেন রাশিয়ার বাসিন্দারা। চলন্ত মেট্রোর মধ্যেই মুখ থেকে মাস্ক নামিয়ে পরস্পরকে আলিঙ্গন করে চুমু খেলেন প্রেমিক-প্রেমিকারা। এক নয়, অসংখ্য কাপল এভাবেই বুঝিয়ে দিতে চাইলেন যে, আর তারা কঠোর নিয়ম বিধি মেনে চলতে চান না। তাদের যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। সেটাই প্রাণঘাতী ভাইরাস থেকে তাদের রক্ষা করবে। এমন দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। মহামারির মধ্যে নিজেদের ‘সাহসী’ প্রমাণ করার জন্য মেট্রোয় এভাবে চুমু খাওয়ার নিন্দা করেছেন বহু নাগরিক। প্রতিবাদীদের দাবি, অকারণেই তাদের নাইটক্লাব, পাবে থেকে নিষেধ করা হচ্ছে। কোনও প্রকার ইভেন্টে যোগ দিতে পারছেন না তারা। সেই জন্যই এই প্রতিবাদ। মেট্রো যাত্রীদের অপ্রস্তুতিতে ফেলার তাঁদের কোনও ইচ্ছা ছিল না। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ