Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলকে সীমা লঙ্ঘন না করার হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ইসরাইলকে উপসাগরীয় অঞ্চলে ‘সীমা লঙ্ঘন’ না করতে সতর্ক করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তেহরান এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেছেন, ২০ জানুয়ারী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ এবং ক্ষমতা হস্তান্তরের আগে যেকোনো সামরিক ‘অ্যাডভেঞ্চার’ এর বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে ইসলামিক প্রজাতন্ত্র। এক সপ্তাহ আগে মার্কিন নৌবাহিনী জানায়, তারা উপসাগরীয় অঞ্চলে একটি পরমাণু সাবমেরিন মোতায়েন করবে। ইরানকে লক্ষ্য করে এই শক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে এক সপ্তাহ পর হুঁশিয়ারি উচ্চারণ করলো ইরান। মিডল ইস্ট আই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ