Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

কাবুলে নিহত ১
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের কাবুলে একটি মিনিবাস লক্ষ্য করে ছোড়া বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সোমবার একটি সাইকেলে করে হামলাকারী বাসে বোমার বিস্ফোরণ ঘটায়। বাসটি জাতীয় পরিসংখ্যান ও তথ্য দফতরের কর্মকর্তাদের বহন করছিল বলে জানা গেছে। এর আগে একই দিন সকালে নিরাপত্তার বাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বোমা হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। এএফপি।


মুম্বাইয়ে নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে ভারতের মুম্বাইয়ে কোনও পার্টি-জমায়েত করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। এই মর্মে মঙ্গলবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে রাত্রিকালীন কারফিউ শিথিল করা হবে না। শহরে জারি থাকবে ১৪৪ ধারা। মুম্বাই পুলিশের ডিসি এস চৈতন্য বলেন, ‘প্রতি বছর বর্ষবরণের রাতে মুম্বাইয়ে অনেক মানুষের জমায়েত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব নয়। বাড়ির ছাদ, বার-রেস্তোরাঁ, সমুদ্র সৈকত কোথাও পার্টি-জমায়েতের অনুমতিও দেবে না প্রশাসন।’ পিটিআই।


হোতা বলেছিল
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের শহরতলি এলাকায় বড়দিনের সকালে গাড়িবোমা বিস্ফোরিত হয়। তখন এ ঘটনাকে পুলিশ ‘উদ্দেশ্যম‚লক তৎপরতা’ বলে উল্লেখ করেছিল। ২০১০ সাল থেকে ওয়ার্নারকে প্রতিবেশী হিসেবে দেখছেন রিক লাউড। তিনি জানান, বিস্ফোরণের চার দিন আগে ওয়ার্নারের সঙ্গে কথা হয়েছিল। হেই অ্যান্থনি, বড়দিনে সান্তা তোমার জন্য ভালো কিছু আনতে চলেছে? লাউডের এমন প্রশ্ন ওয়ার্নার বলেছিলেন, “হ্যাঁ, আমি আরও বিখ্যাত হতে চলেছি। এত বিখ্যাত যে, ন্যাশভিল কখনো আমাকে ভুলতে পারবে না।” সিএনএন।


৩ সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সোমবার তিন ফরাসী সেনা নিহত হয়েছে। ফ্রান্স সরকার এই তথ্য জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা আফ্রিকার সাহেল অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের লক্ষ্যে এক সামরিক অভিযানে ছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি বলেছেন, সেনারা এমন এক যায়গায় কাজ করছিলেন যেখানে সন্ত্রাসী দলগুলো বেসামরিক লোকদের ওপর আক্রমণ চালাতো এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ