Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল ভেন্যু পরিদর্শনে মোহামেডান ও বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৬:৪৪ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ভেন্যু পরিদর্শন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কর্মকর্তারা। মঙ্গলবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। দুই ক্লাবের কর্তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গত মৌসুমে কুমিল্লার ভেন্যু ছিল শুধুমাত্র মোহামেডানের। এবার তাদের সঙ্গে বসুন্ধরা কিংসও কুমিল্লায় ভেন্যু নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের খেলা। লিগ শুরু হওয়ার আগে বর্তমানে ভেন্যু পরির্দশন পর্ব চলছে। কুমিল্লা ভেন্যু প্রসঙ্গে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও মাঠ বিশেষজ্ঞ মোহাম্মদ ইয়াহিয়া বলেন,‘ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি বেশ সুন্দর। মাঠের একটু পরিচর্যার প্রয়োজন রয়েছে। সপ্তাহ তিনেক সময় পেলে মাঠটি সুন্দর খেলার উপযোগী হবে।’ মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্সের কথায়,‘আমরা বাফুফেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবো আরো তিন সপ্তাহ পর এই কুমিল্লা ভেন্যুতে খেলা দিতে। যদি তা না হয় তবে মাঠের পর্যাপ্ত কাজ করা সম্ভব হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ