বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে টাকা নেয়ার সময় মোহাম্মদ হোসেন নামের এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে অটোরিকশা চালকরা।
মঙ্গলবার সাভারে বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে চাঁদা আদায়কালে এঘটনা ঘটে।
আটক চাঁদাবাজ মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছে মোহাম্মদ হোসেন। আজও তিনি চাদাঁ আদায় করতে আসেন। চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করেন। এসময় রিকশাচালকসহ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত অবস্থায় আটক চাঁদাবাজকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিনি আরও বলেন, আটক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।