Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ বছর পর বাবুর একক অ্যালবাম হীরামন পাখি

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি গানও গান। ২০০৯ সালে ‘মনপুরা’ সিনেমায় প্লেব্যাক করে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। সেই থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন। ২০১০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘ডুবাডুবি’। তারপর আর গাননি। ছয় বছর পর আসন্ন কোরবানি ঈদে সিএমভির ব্যানার থেকে প্রকাশিত হচ্ছে তার নতুন একক অ্যালবাম ‘হীরামন পাখি’। এতে থাকছে ৭টি গান। গানগুলোর সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ইতোমধ্যে সব গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান ফজলুর রহমান বাবু। গানে ফেরা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘মাঝে গানে একটু গ্যাপ দিয়েছি ইচ্ছে করেই। কারণ মনপুরা’র পর হুট করে অনেক গান গেয়ে ফেলেছি। গান আমার পেশা নয়। অভিনয় আমার পেশা আর গান হলো নেশা। ভাবলাম, গানকে পেশা করা যাবে না। এ চিন্তা থেকেই গানে বিরতি দিয়েছিলাম।’ নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটি গানই ফোক এবং রোমান্টিক ঘরানার। সুরেও তাই রাখার চেষ্টা করা হয়েছে। তবে নাজির মাহমুদের সুরে মুশফিক লিটু তার সংগীতায়োজনে আধুনিকতার ছাপ রেখেছেন। সত্যি বলতে কি আমি সাধারণ শ্রোতাদের জন্য গান করি। যেন তারা সহজে তাদের মন ছুঁয়ে যেতে পারে এবং গাইতে পারেন। অ্যালবামটি নিয়ে আমি আশাবাদী।’ অ্যালবামের গানগুলো লিখেছেন রাজা জামান, নাজির মাহমুদ ও শরীফ আল দীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬ বছর পর বাবুর একক অ্যালবাম হীরামন পাখি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ