Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুরাঞ্জলির ব্যানারে নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : বেশকিছু নতুন অ্যালবাম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি। মোট সাতটি গান নিয়ে শফিক তুহিনের একক অ্যালবাম যাদুর আয়না অ্যালবামটি প্রকাশিত হয়েছে। এতে দুটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন লাবন্য ও দোয়েল। প্রকাশিত হয়েছে অন্তর ঠিকানা নামে মিক্সড অ্যালবাম। এতে গান রয়েছে ৮টি। কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, ইলিয়াস হোসেন, অরিন, শহিদ, স্বরলিপি। ৮টি গান নিয়ে প্রকাশ হয়েছে মিক্সড অ্যালবাম চোখটা জুড়ে। এতে গেয়েছেন সজীব খান এবং টিয়া। সুর সঙ্গীত করেছেন সজীব খান। সজীব শাহরিয়ারের কথায় প্রকাশ হয়েছে অভিমানে প্রেম বাড়ে অ্যালবামটি। এখানে বেশ কয়েকজন তারকা কণ্ঠ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুরাঞ্জলির ব্যানারে নতুন অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ