Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

চালের বাজার নিয়ন্ত্রণহীন, সরকার জনদুর্ভোগ লাঘবে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।

গতকাল সোমবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চালের দাম নিয়ন্ত্রণহীন। প্রতিদিন চালের দাম বাড়ছেই। সেইসঙ্গে ভোজ্যতেলের দামও পাল্লা দিয়ে বাড়ছে। প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। বাণিজ্যমন্ত্রী চালের দাম কেন বাড়ছে তা বলতে পারেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণ দিশেহারা। দেশের জনগণ করোনার কারণে ঠিকভাবে বেতন পাচ্ছে না। ব্যবসা মন্দা, জনগণের কাজকর্ম নেই। সবমিলে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। জনগণের কষ্ট লাঘব করা সরকারের প্রধান দায়িত্ব। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ না করে সরকার সিন্ডিকেটগুলোকে সুযোগ করে দিয়েছে। অবিলম্বে চালের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহবান জানিয়ে নেতৃদ্বয় বলেন, জনগণ রাস্তায় নেমে আসলে সরকারের জন্য সুখকর হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ