মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রয়টার্সের ক্যামেরাম্যান কুমেরা গেমেচুকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে তাকে এখনও অভিযুক্ত করা হয়নি। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়েও তার পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কুমেরা (৩৮) এক দশক ধরে রয়টার্সের ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। তার পরিবারের দাবি, শুক্রবার স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে সে সময় কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এক বিচারপতি তাকে আরও ১৪ দিন আটকে রাখার নির্দেশ দিয়েছে এবং এই সময়ের মধ্যে পুলিশকে তদন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। গতকাল এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কুমেরাকে গ্রেফতারের ঘটনার নিন্দা জানানো হয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর রয়টার্সের ফটোগ্রাফার তিকসা নেগেরিকে মারধর করেন ইথিওপিয়ার দুই ফেডারেল পুলিশ কর্মকর্তা। দেশটির বর্তমান পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।