Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার কারণে অভিনয় থেকে দূরে সুমাইয়া শিমু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনার কারণে এখনও অভিনয়ে ফিরেননি অভিনেত্রী সুমাইয়া শিমু। তিনি এখন বেশিরভাগ সময় বাসাতেই থাকছেন। বের হচ্ছেন খুব কম। শিমু বলেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত পরিস্থিতি ভালো হবে বলে মনে হচ্ছে না। তাই শুটিং থেকে দূরে আছি। নিজের ও পরিবারের নিরাপত্তার সার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। সুমাইয়া শিমু ১৯৯৯ সালে অরণ্য আনোয়ারের 'এখানে আতর পাওয়া যায়' নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় পা রাখেন। তাররপর একের পর এক নাটকে অভিনয় করেছেন। একক ও ধারাবাহিক নাটকে শিমুর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। শিমু বলেন, নাটকের সংখ্যা বাড়ানোর হিসাব নিয়ে কখনও অভিনয় করিনি। ভালো কাজের দিকে মনোযোগী ছিলাম সব সময়। যখন যে চরিত্রে কাজ করেছি সেটি শতভাগ দিয়ে করার চেষ্টা করেছি। একজন শিল্পী তার ভালো কাজ দিয়েই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেন। এটাই শিল্পীর লক্ষ্য হওয়া উচিৎ বলে মনে করি। বর্তমান সময়ের ওয়েব সিরিজ প্রসঙ্গে সীমু বলেন, এখন ওয়েব সিরিজ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তাই এ মাধ্যমে কাজ করার আগ্রহ রয়েছে। টিভি নাটক প্রসঙ্গে শিমু বলেন, এখনও ভালো ভালো নাটক হচ্ছে। তবে বাজেট সংকটের কারণে নাটকের চরিত্র কমে গেছে। এই সময়ে দর্শক টেলিভিশনের বাইরে বিনোদনের নানা মাধ্যম পাচ্ছেন। নতুনকে গ্রহণ করতে হবে। একইসঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর বিনোদনের মাধ্যম বাড়ার পাশাপাশি কাজের সংখ্যাও বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুমাইয়া-শিমু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ