Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরটিভি দশম স্টার আওয়ার্ডে আজীবন সম্মাননা পেলেন মামুনুর রশিদ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদকে স্যাটালাইট চ্যানেল আরটিভি দশম স্টার আওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি একাধারে নাট্যকার, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। তাঁর রচনাশৈলী, নাটক রচনার বিষয় নির্বাচন, সমসাময়িকতা, সামাজিক দায়বোধ ও অনিয়মের প্রতিবাদ করার মধ্য দিয়ে মামুনুর রশীদের নাটক বাংলা ভাষার নাট্যকারদের ভেতরে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত। নাট্যশিল্পের প্রতি তার ভালবাসার শুরু টাঙ্গাইলে নিজ গ্রামের যাত্রায় অভিনয় ও লোকজ সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয়ের সূত্র ধরে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন মামুনুর রশীদ। জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে গঠন করেন নাট্যদল আরণ্যক। সে সময় থেকে আজ পর্যন্ত চলছে মঞ্চ ও টেলিভিশনের জন্য নাটক লেখা, নির্দেশনা ও অভিনয়। চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদেশের অসংখ্য প্রতিথযশা নাট্যশিল্পী তার হাতে গড়া। সৃষ্টিকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামুনুর-রশিদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ